আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভার্চুয়ালি যুক্ত ছিলেন জোবাইদা রহমান

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধানমন্ডিতে দোয়া

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধানমন্ডিতে দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘ নেক হায়াত কামনায় রাজধানীর ধানমন্ডিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে বাদ এশার বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ধানমন্ডিস্থ বাসভবনে মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মিলাদ মাহফিলে দোহার– নবাবগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি সংযুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার মেহনাজ মান্নান বলেন, “বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার সুস্থতা কামনায় আমরা সবাই দোয়া করছি। জাতির এ ক্রান্তিলগ্নে সবার কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করছি।”

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন