আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খেলাফত মজলিসের নায়েবে আমিরের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
খেলাফত মজলিসের নায়েবে আমিরের ইন্তেকাল
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হেলালুদ্দিন। ছবি : আমার দেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হেলালুদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ৭২ বছর বয়সী এই রাজনীতিকের মৃত্যু হয়।

তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

আজ এশার নামাজের পর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে তার জানাজা হওয়ার কথা।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, মাওলানা হেলালুদ্দিন ছিলেন ইলম-আমল, নৈতিকতা ও বিনয়ের উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের ইসলামী শিক্ষা বিস্তার, দাওয়াত, তাশকিল এবং ইসলামী রাজনীতির অঙ্গনে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে থাকবে। তিনি যে সততা, নিষ্ঠা ও সাদামাটা জীবনের অনন্য উদাহরণ রেখে গেছেন; তা আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

তারা আরো বলেন, মরহুমের ইন্তেকালে আমরা একজন প্রকৃত আলেমে-দ্বীন, অভিজ্ঞ মুরব্বি ও আদর্শবান শিক্ষকের শূন্যতা অনুভব করছি; যা সহজে পূরণ হবার নয়। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা মরহুমের মানবীয় সব ভুল-ভ্রান্তি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন, শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র-শিক্ষক, ভক্ত-অনুরাগীদের প্রতি সবরে জামিল দান করুন, আমীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন