আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে মঙ্গলবার জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে মঙ্গলবার জামায়াতের বিক্ষোভ মিছিল

রাজধানীতে ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এই বিক্ষোভ হবে।

বিজ্ঞাপন

সোমবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এতথ্য জানানো হয়। এতে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এ কর্মসূচিকে সফল করার জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি থাকবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বিশেষ অতিথি থাকবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন