আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিমান বিধ্বস্ত

আহতদের চিকিৎসা সহায়তায় ৫০ লাখ টাকা দিল জামায়াত

আতিকুর রহমান নগরী

আহতদের চিকিৎসা সহায়তায় ৫০ লাখ টাকা দিল জামায়াত

উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে দলটির আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ পোস্টে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

পোস্টে জামায়াত আমির লেখেন— ‘মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন—আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তায়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন