জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ (স্থাবর ও অস্থাবর) ঢাকা-৭ আসনে (চকবাজার, বংশাল, পুরান ঢাকার বিভিন্ন এলাকা) দলটির প্রার্থী মো. এনায়াত উল্লাহর। তার সম্পদ রয়েছে প্রায় ১১৬ কোটি টাকার।
তবে তার ঋণও রয়েছে, যার পরিমাণ প্রায় ৮৩ কোটি টাকা। এ প্রার্থী গত অর্থবছরে সরকারি রিটার্ন দাখিল করেছেন ১ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৫৫৪ টাকা।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, বছরে এনায়েত উল্লাহর আয় ৬ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার টাকা। পেশায় তিনি একজন ব্যবসায়ী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদে সবচেয়ে বেশি ভোট পেয়ে তিনি পরিচালক (অ্যাসোসিয়েশন গ্রুপ) হয়েছিলেন।
হলফনামার তথ্য অনুযায়ী, তার অস্থাবর সম্পদ আছে ৯২ কোটি ২৩ লাখ ৭৭ হাজার টাকার। এর মধ্যে বন্ড, ঋণপত্র ও শেয়ার আছে ৭৭ কোটি ২৩ লাখ টাকার মতো। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত আছে ৭ কোটি ৫ লাখ টাকার।
তিনি পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন এবং বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের একজন এনায়েত উল্লাহর তিনটি আগ্নেয়াস্ত্র রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


মার্কেটিং কনসালটেন্ট নাসীরুদ্দীনের ৪০ লাখ টাকার সম্পদ