আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার
ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরা কার্যালয়ে কুরআন মজলিস বাংলাদেশ আমির হাফেজ মাওলানা মো. এমদাদ উল্লাহর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা বৈঠক করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত চলা এই বৈঠকের শুরুতেই নেতারা ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন ও তার দ্রুত আরোগ্য কামনা করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহ-আমির মাওলানা মো. হাফিজুর রহমান মল্লিক, যুগ্ন-মহাসচিব মো. শুকুর আলী কাজী ও হাফেজ মাওলানা মো. আবুল কালাম আজাদ সিরাজী, ওলামা সচিব হাফেজ ক্বারী মো. বিল্লাল হোসেন সরকার, প্রেস সচিব আকাশ মাহমুদ ও তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী হোসাইন মাহমুদ।

এ সময় বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ইসলামী রাষ্ট্র কায়েমে আলেম-ওলামাদের মধ্যে ছোটখাটো ভেদাভেদ ভুলে ইসলামী সংগঠনগুলোর বৃহত্তর ঐক্য গঠনের তাগিদ অনুভব করে বক্তব্য রাখেন নেতারা । জামায়াত আমির বলেন, ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের কোন বিকল্প নেই।

বৈঠক শেষে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের হাতে কুরআন মজলিস বাংলাদেশের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন