মাতৃভাষাকে প্রাধান্য দিলে বৈদেশিক অপসংস্কৃতির আগ্রাসন ঠেকানো সম্ভব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ১৩
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ১৬

মাতৃভাষার সংস্কৃতিকে সঠিকভাবে ধারণ করে তার বিকাশ ঘটালে বৈদেশিক অপসংস্কৃতির অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমেদ বলেন, “সাহিত্য, সংস্কৃতি, কবিতা ইত্যাদির ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমারেখা থাকে না। এসব হচ্ছে বৈশ্বিক। কিন্তু আমরা কথা বলি আমাদের মায়ের ভাষায়। সেই মায়ের ভাষার সংস্কৃতিকে যদি আমরা স্বচ্ছভাবে ধরে রাখি এবং সেটির বিকাশ ঘটাই, তাহলে বৈদেশিক অপসংস্কৃতির অন্তত অনুপ্রবেশ হবে না।”

বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধশালী করার জন্য দরকার হলে আমরা পৃথিবীর বিভিন্ন শিল্প-সাহিত্যকে নিয়ে আসব, সমৃদ্ধ করবো। কিন্তু নিজেদের সংস্কৃতিকে অবশ্যই উপরে তুলে ধরতে হবে।”

এ সময় তিনি সম্মাননাপ্রাপ্ত শিল্পী সাবিনা ইয়াসমিনকে ‘যৌবনের শিল্পী’ আখ্যা দিয়ে তার দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করেন।

গুণী অভিনেতা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর সাবিনা ইয়াসমিনের দীর্ঘ সংগীতজীবনের অবদানকে শ্রদ্ধা জানিয়ে সরকারের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করেন পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন প্রমুখ।

সম্মাননা অনুষ্ঠানের অংশ হিসেবে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শীর্ষক একক সংগীতানুষ্ঠানে শিল্পী সাবিনা ইয়াসমিন গান পরিবেশন করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত