ঢাবিতে ছাত্রশিবিরের নববর্ষ ২০২৬ প্রকাশনার মোড়ক উন্মোচন

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৮: ১৩

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নববর্ষ ২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসবের উদ্বোধন হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মোড়ক উন্মোচন ও প্রদর্শনীর উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সৃজনশীল প্রকাশনা তৈরি করে আসছে। নানা বাধা-বিপত্তি সত্ত্বেও দীর্ঘদিনের পথচলায় প্রকাশনাগুলো এখন শিক্ষার্থী সমাজে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অংশ নিয়ে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় নির্ভরশীলতা ও বেকারত্বের হার উদ্বেগজনক। শিক্ষা কাঠামোর পরিবর্তনে সংগঠনটির ৩০ দফা প্রস্তাবনা সরকারের কাছে পেশ করা হয়েছে। শিক্ষার্থী-অভিভাবকদের সচেতন করতে প্রতিবছর শিক্ষা সপ্তাহ পালনের পাশাপাশি নানান নান্দনিক প্রকাশনা তৈরি করা হচ্ছে বলে তিনি জানান।

উদ্বোধন শেষে নেতারা বিভিন্ন প্রকাশনার মোড়ক উন্মোচন করেন এবং প্রদর্শনী পরিদর্শন করেন। প্রদর্শনীতে জুলাই স্মারক গ্রন্থ, ডায়েরি, ১ ও ৩ পাতা ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, ইয়ার প্ল্যানার, স্মৃতি সংকলন, ‘বিজ্ঞান বন্ধু’, প্রকাশনা আর্কাইভ এবং শিশু-কিশোর কার্নিভালসহ নানা প্রকাশনা প্রদর্শিত হয়।

sibir1

ইয়ার প্ল্যানার প্রসঙ্গে দায়িত্বশীলরা জানান, এতে দিনভিত্তিক কাজ সাজিয়ে রাখা যায়, যা ব্যক্তিগত ও সাংগঠনিক কাজকে গুছিয়ে নিতে সহায়ক।

প্রদর্শনীতে শিশুদের জন্য চকলেট ও স্টিকারের আয়োজন ছিল।

৯ ও ১০ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রকাশনা উৎসব চলবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত