ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় লড়াই অব্যাহত থাকবে: ড. মাসুদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের রুখতে পেশাজীবীদের ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন

দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ড. মাসুদ আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্টের দলীয়করণের ফলে রাষ্ট্রের প্রতিটি সেক্টর ধ্বংসের দ্বারপ্রান্তে। জুলাই বিপ্লব পরবর্তীতে জাতি যখন নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছে তখন একটি দল সারাদেশে দুর্নীতি, লুটপাট, দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুরো জাতিকে আশাহত করছে। জনগণ বুঝতে পেরেছে ওই দলের নেতারা মিডিয়ার সামনে যা বলে বাস্তবে তার বিপরীতটাই করে। যারা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন-গুম, লুটপাট করে জনগণ তাদেরকে ভোটের মাধ্যমেই বয়কট করবে।

তিনি রোববার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মহানগরী কার্যালয়ের কনফারেন্স রুমে প্রকৌশলীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে যেভাবে ছাত্র-জনতার সঙ্গে সকল পেশাজীবী ভূমিকা রেখেছে একইভাবে আগামী নির্বাচনে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন-গুম, লুটপাট-কারীদের রুখে দিতে হবে। নতুবা নতুন বাংলাদেশ বিনির্মাণ বাধাগ্রস্ত হবে।

তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন প্রকৌশলীদের হাত ধরেই হয়ে থাকে। প্রকৌশলীরা দুর্নীতি ও চাঁদাবাজদের হাত থেকে মুক্ত থাকলে দুর্নীতিরোধ করা সম্ভব। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কোনো পেশাজীবী, কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। ফলে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।

ড. মাসুদ বলেন, জুলাই সনদ প্রসঙ্গে ড. মাসুদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে ফ্যাসিবাদী ব্যবস্থা বহাল থাকবে। নতুন করে আবারো ফ্যাসিবাদের উত্থান ঘটবে। ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে জুলাই সনদের আইনি ভিত্তির দিতে হবে। এছাড়া রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ভোটের মূল্যায়নের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগরী দক্ষিণের ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এস এম কামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মুনিরুজ্জামান, ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ প্রকৌশলী ও জামায়াতে ইসলামীর মহানগরীর নেতারা।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত