আগামী নির্বাচনের দিকে ‘বেশি নজর’ দিচ্ছে বিএনপি: এ্যানী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৩০

বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে ‘বেশি নজর’ দিচ্ছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। সোমবার জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির বর্ধিত সভার প্রস্তুতির পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, আগামী দিনের জাতির প্রত্যাশা একটা সুষ্ঠু, স্বাভাবিক ও সাধারণ নির্বাচন। যেটি গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য বেশি দরকার। সেই দিকে আমরা বেশি নজর দিচ্ছি। আমার বিশ্বাস, দেশে যদি একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।

বিজ্ঞাপন

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আমরা গত ১৫-১৬ বছর সাংগঠনিক তৎপরতা ও দল গোছানোর কাজটি ঠিক মতো করতে পারিনি। ৫ আগস্টের পর তৃণমূলে আমরা আমাদের সাংগঠনিক তৎপরতা শুরু করেছি।

তিনি আরও বলেন, একইসঙ্গে আপনারা জানেন, ষড়যন্ত্র থেমে নেই। বাংলাদেশ যাতে গণতান্ত্রিক ধারণা সফল হতে না পারে তার জন্য দেশী-আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ের ষড়যন্ত্র চলছে।

প্রকৃত গণতন্ত্রের বিকাশ তখনি হবে যখন দেশে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে।

তিনি আরও বলেন, জনগণ সর্বোচ্চ সিদ্ধান্ত দাতা। তাদের কাছে বিএনপি সব সময় গেছে। ডা. রফিকুল ইসলাম, রশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাহউদ্দিন টুকু, শাম্মী আখতার, আমিরুল ইসলাম শিমুল, ডা. মাহবুব লিটন, শেখ ফরিদ আহমেদ মানিক আব্দুস সাত্তার পাটোয়ারী হাবিবুর রশীদ হাবিব প্রমুখ।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত