ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার বৃহস্পতিবার ২২শে জানুয়ারি থেকে শুরু হয়েছে।
সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে সিলেট থেকে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে সমাবেশ করেন।
প্রচারে প্রথম দিনেই সাতটি জেলায় সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে তার। জেলাগুলো হচ্ছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ‘নির্বাচনী জনসভা' করেন ঢাকা- ১৫ আসন অর্থাৎ মিরপুর- ১০ থেকে।
আর জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার, কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করার কথা।
এনসিপির নির্বাচনী যাত্রা শুরুর প্রথম দুটি বিষয়, গণভোটে 'হ্যাঁ' এবং ওসমান হাদি হত্যার বিচার বলে উল্লেখ করেছে দলটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

