আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সে‌মিনারে বাইসসের চেয়ারম্যান সারওয়ার্দী

‘হ্যাঁ’ না জিতলে জুলাইযোদ্ধাসহ হাজার হাজার মানুষকে ফাঁ‌সিতে ঝোলানো হবে

স্টাফ রিপোর্টার

‘হ্যাঁ’ না জিতলে জুলাইযোদ্ধাসহ হাজার হাজার মানুষকে ফাঁ‌সিতে ঝোলানো হবে

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী না হলে জুলাইযোদ্ধাসহ হাজার হাজার মানুষকে ফাঁ‌সিতে ঝোলানো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) চেয়ারম্যান বীর‌বিক্রম লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী।

শ‌নিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়ো‌জিত সে‌মিনারে সভাপ‌তির বক্তব্যে তি‌নি এই মন্তব্য করেন। বাইসস ‘গণভোটে হ্যাঁ ভোট দিন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

বিজ্ঞাপন

সেমিনারে চৌধুরী হাসান সারওয়ার্দী ব‌লেন, গণ‌ভোট হ‌চ্ছে- আমি আমার অস্তিত্ব, জনগণ হিসেবে আমার অধিকার নিয়ে বাঁচতে চাই নাকি গোলাম হতে চাই- এটা নিশ্চিত করার একটি লড়াই। ব্যালটের এর মাধ্যমে সেখানে আপনি রায় দিবেন। আপনার রায়ের উপরে বাংলাদেশ টিকে থাকবে।

সারওয়ার্দী বলেন, বাংলাদেশের ২০ কোটি জনতার আগামী দিন, আপনার সন্তানের আগামী দিন, জুলাই যোদ্ধাদের সম্মান ও ইজ্জত মর্যাদা দেওয়ার দিন।

গণভোটে হ্যাঁ -এর পক্ষে স্থানীয় জনপ্রতি‌নি‌ধিদের সচেতনভাবে দা‌য়িত্ব পাল‌নের আহ্বান জা‌নিয়ে হাসান সারওয়ার্দী বলেন, আমার বিশ্বাস আমরা (হ্যাঁ) জয়যুক্ত হব।। তবে খেয়াল রাখতে হবে- কোনো কারণে যদি 'না' জয়যুক্ত হয়; তাহলে এর আগে আমরা দেখেছি সংবিধান পরিবর্তন করে কীভাবে ক্যাঙ্গারু কোটে মানুষকে লটকিয়ে হত্যা করা হয়েছে। সেটা না হলে তারা জুলাইযোদ্ধাদের বিচার করবে; আমার, আপনার, আপনার সন্তানের বিচার করবে এবং ফ্যাসিস্ট ফিরে আসবে। আমি নিশ্চিত হাজার হাজার মানুষকে ফাঁসিতে ঝুলানো হবে। তাদের বাঁচানোর জন্য, বাংলাদেশকে বাঁচান, আপনি বাঁচেন, আপনার সন্তানকে বাঁচান। বাংলাদেশকে আগামী দিনে বিদেশি শাসনের হাত থেকে, বাংলাদেশ সিকিম হওয়ার হাত থেকে বাঁচান। আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আপনার অস্তিত্ব সব‌কিছু 'হ্যাঁ' ভোটের ওপর নির্ভর করছে।

হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার আহ্বান জা‌নিয়ে বাইসসের চেয়ারম্যান বলেন, আমরা রাজার হাত থেকে বাঁচতে চাই; রাজার অত্যাচার থেকে বাঁচতে চাই; রাজতন্ত্র থেকে বাঁচতে চাই। আমরা গোলামি থেকে স্বাধীনতা চাই। আমরা আমাদের ১৯৭১ সালের প্রতিশ্রুত ক্ষমতা আমাদের কাছে ফিরে চাই। তি‌নি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে '৭২-এর তথাকথিত একটি সংবিধান রচনা করে আমাদেরকে গোলামে পরিণত করা হয়েছে। তারপর অনেক সরকার এসেছে, অনেক রাজনৈতিক দল এসেছে- কেউ কোনোদিন আমাদেরকে এই গোলামি থেকে মুক্তির স্বাদ দেওয়ার জন্য কাজ করেনি। যারাই ক্ষমতায় গিয়েছে সব বিষয় তারা ভুলে গিয়ে ক্ষমতার সুস্বাধু খাদ্য গ্রহণ করেছে। তারা আরো ক্ষমতাবান হয়েছে, অনেকে ধনী হয়েছে। আমার হক টাকা পয়সা জনগণের উন্নয়নের পয়সা তারা নিজেদের কাজে ব্যবহার করে দেশ বিদেশে বাড়িঘর তৈরি করেছে। আজকে বাংলাদেশের বিশাল একটা অঙ্গ দেশের বাইরে চলে গেছে। এই ধারার কি শেষ চাইলে গণ‌ভো‌টে হ্যাঁ‌কে জয়যুক্ত করার আহ্বাব জানেন বাইস‌সের চেয়ারম্যান।

সে‌মিনারে বি‌শেষ অ‌তি‌থি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দ‌ক্ষিণের নায়েবে আমির ড. মো. হেলাল উদ্দিন, সাবেক কূটনীতিক সাকিব আলী।

শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বাইসসের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র গোলাম সারওয়ার মিলন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...