সমাবেশে মিয়া গোলাম পরওয়ার

জুলাই সনদের গণভোটে পিআর অন্তর্ভুক্ত করতে হবে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৭: ১৫

জুলাই সনদকে আইনিভিত্তি দিতে গণভোট এবং সেই গণভোটে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, পিআর নিয়ে জনগণ যাতে মতামত দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পাঁচ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ তৈরি হচ্ছে, যেসব বিষয়ে রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন সেসব বিষয় এতে অন্তর্ভুক্ত হতে হবে। দেশের অনেক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়।

তিনি আরো বলেন, আমরা বলেছি পিআর বিষয়ে গণভোট দিয়ে দিন। জনগণ যদি পিআরের পক্ষে ভোট দেয়, সব দলের তা মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে ভোট দেয় আমরা মেনে নেবো। কিন্তু জাতির মতামত না নিয়ে পিআর উপেক্ষা করা যাবে না।

অপরাধীদের বিচার নিশ্চিতে জোর দিয়ে গোলাম পরওয়ার বলেন, খুনিরা যদি বেঁচে যায় তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না। বাংলাদেশের ওপর দিল্লির আধিপত্যের দেবদাস হয়ে বসবাস করতে হবে। সেই কারণে লেভেল প্লেয়িংফিল্ড, পিআর পদ্ধতি, অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই- একদিকে আপনি সরকারের প্রধান, অপরদিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান। দুটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন।

আপনার চারদিকে যেসব উপদেষ্টারা আছেন, তাদের কেউ কেউ আপনাকে অন্যদিকে ঠেলে দিয়ে কোনো একটি দলের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের দিকে আনুগত্য দেখাচ্ছে। আমরা এ দৃশ্য আর দেখতে চাই না।

তিনি বলেন, আমরা দেশকে বাঁচাতে দুর্নীতি ও দারিদ্র্য মুক্ত এবং রাষ্ট্রকে মানবিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি।

গণমিছিলের মধ্য দিয়ে জুলাই সনদের আইনিভিত্তি, গণভোট, পিআর পদ্ধতি চালু, অপরাধীদের বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিকে উচ্চকিত করার আহবান জানান গোলাম পরওয়ার।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন, ড. আব্দুল মান্নান প্রমুখ।

সমাবেশ শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত