লুটপাটের টাকার পাহাড়ে তাণ্ডব চালাচ্ছে আ.লীগ: সোহেল তাজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২১: ১২

গত দুই দিনে রাজধানীতে বাসসহ গাড়িতে আগুন দেওয়া ও ককটেল ফুটানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, গণহত্যা, গুম, খুন করে, জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি, লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজগতা আর তাণ্ডব সৃষ্টি করছে নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষে।

বিজ্ঞাপন

আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কি করে সমর্থন করে- এর মানে একটাই, এরাই ছিল সুবিধাভোগী। আর এখন এটার পরিণতি হিসেবে খেসারত দিবে নিরীহ, নিরপরাধ নেতাকর্মীরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত