আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের ফেরা ও খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে দোয়া আজ

স্টাফ রিপোর্টার

তারেক রহমানের ফেরা ও খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে দোয়া আজ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় সারা দেশে আজ শুক্রবার মসজিদে মসজিদে জুমার নামাজের পর দোয়ার আয়োজন করেছে বিএনপি।

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানায় দলটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন