আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রজনতার সমাবেশ

ঢাবি সংবাদদাতা

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রজনতার সমাবেশ

২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে ‘স্টুডেন্ট এলায়েন্স অফ ডিইউ'।

সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত 'ছাত্রজনতার সমাবেশ' শীর্ষক এক কর্মসূচিতে এই দাবি জানান অংশ নেওয়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য প্রদানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. আরিফুর রহমান অপু বলেন, শাপলার ঘটনা শুধুমাত্র জাতীয় নয়, আন্তর্জাতিক পরিসরেও গুরুত্বপূর্ণ ও আলোড়ন সৃষ্টিকারী। এই ঘটনার মাধ্যমে দেশে রাজনৈতিক সন্ত্রাসবাদের নতুন যুগ শুরু হয়। আমরা চাই একটি স্বাধীন কমিশন গঠন করে জড়িতদের বিচার এবং নিহত ও আহতদের পরিবারের যথোপযুক্ত ক্ষতিপূরণ।

এসময় ‘আমার দেশ’ পত্রিকার সহ-সম্পাদক মুনিম মাহফুজ এই আন্দোলনকে ‘বাঙালি মুসলমানদের সবচেয়ে বড় গণজাগরণ’ হিসেবে উল্লেখ করে বলেন, ২০১৩ সালের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের সূচনা ঘটে। এই ঘটনাকে ভুলে গেলে চলবে না, কারণ এখান থেকেই পরবর্তী আন্দোলনের ভিত্তি তৈরি হয়। তিনি আরো বলেন, যদি আমরা জুলাইয়ের শহীদদের স্বীকৃতি দিতে পারি, তাহলে শাপলার শহীদরাও সমান স্বীকৃতি পাওয়ার দাবি রাখে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি স্বতন্ত্র তদন্ত সেল গঠন করতে হবে।

স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন ইফতি বলেন, শুধু ধর্মীয় বিদ্বেষ নয়, এই দমন-পীড়নের পেছনে শ্রেণিভিত্তিক বৈষম্যও কাজ করেছে। শিক্ষিত শহুরে মধ্যবিত্তদের এক অংশের মধ্যে গ্রামের সাধারণ মানুষের প্রতি বিদ্বেষ আছে, যা আলেম-উলামাদের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় প্রতিফলিত হয়। এই বিভাজন আমাদের অতিক্রম করতে হবে।

‘স্টুডেন্ট এলায়েন্স অফ ডিইউ’-এর আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে অংশ নেয় স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, বিপ্লবী ছাত্র পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় কওমি স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের ঢাবি শাখার নেতারা।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...