তারিকুল ইসলাম

মামুনুর রশীদকে অপহরণের ঘটনায় গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০০: ৫৯
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০: ২৩

তুরাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা কে এম মামুনুর রশীদকে অপহরণের ঘটনায় জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা জাতীয় যুবশক্তি।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তারিকুল ইসলাম বলেন, ‘গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে।’ তারিকুল ইসলাম আরো বলেন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তির গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য একটি গুপ্ত মহল অপচেষ্টা চালাচ্ছে।

গত সোমবার সকালে নিখোঁজ হন কে এম মামুনুর রশীদ। তার খোঁজে এনসিপি ও যুবশক্তির স্থানীয় নেতাকর্মীরা সর্বশক্তি নিয়োগ করে। তারা কয়েকবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছিল না। অবশেষে এ ঘটনার তিন দিন পর শুক্রবার বেলা ২টার দিকে পূর্বাচলের ৩০০ ফুট সড়ক এলাকার একটি জামে মসজিদ থেকে তাকে উদ্ধার করে তুরাগ থানা-পুলিশ।

সংবাদ সম্মেলনে বলা হয়, মামুনুর রশীদের নিখোঁজের সঙ্গে এনসিপি ও জাতীয় যুবশক্তি জড়িত, এমন দাবি করে একটি অসাধু মহল সুপরিকল্পিতভাবে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালায়।

যুবশক্তির আহ্বায়ক অ্যাড. তারিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি অপতৎপরতাকারীদের খুঁজে বের করে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি যারা এনসিপি ও যুবশক্তির মানহানি করেছে, তাদের বিরুদ্ধে শনিবার মামলা করা হবে বলে জানান তারিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জাতীয় যুবশক্তির সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত