আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানকে স্বাগত জানাতে লাখ লাখ নেতাকর্মী ঢাকায়

আমার দেশ অনলাইন

তারেক রহমানকে স্বাগত জানাতে লাখ লাখ নেতাকর্মী ঢাকায়

প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাসের জোয়ার।

দিনটিকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ‘প্রাণপ্রিয় নেতাকে’ এক নজর দেখতে, তাকে স্বাগত জানাতে শুধু ঢাকা নয়, সারা দেশ থেকেই রাজধানীমুখী হয়েছেন লাখো মানুষ। অভ্যর্থনা কমিটির প্রত্যাশাÑ গণসংবর্ধনায় ৫০ লাখ মানুষের সমাগম হবে। যেখানে দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষেরও অংশগ্রহণ থাকবে।

বিজ্ঞাপন

বুধবার থেকেই ঢাকামুখী হয়েছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। প্রতিটি বিভাগ থেকে তিন থেকে চার লাখ এবং প্রতিটি জেলা থেকে অন্তত ৩০ থেকে ৪০ হাজার নেতাকর্মী ঢাকায় জড়ো করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। বিমানবন্দর এলাকাসহ গোটা ঢাকা জনসমুদ্রে পরিণত করার টার্গেট রয়েছে বিএনপির।

লাখ লাখ নেতাকর্মী ঢাকায়

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশের প্রতিটি জেলা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের লাখ লাখ নেতাকর্মী ঢাকায় আসছেন। বাস, ট্রেন, মিনিবাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে অনেকেই ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন। কয়েকটি জেলায় এ উপলক্ষে আনন্দ মিছিলও হয়েছে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান গতকাল বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, সিলেটে যাত্রাবিরতির পর বিমানটি বেলা ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর রজনীগন্ধা লাউঞ্জে সংক্ষিপ্ত অবস্থান ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সড়কপথে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হবেন। পথে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট সড়ক) এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত গণসংবর্ধনায় তিনি অংশ নিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।

এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখান মায়ের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকের সঙ্গে বিস্তারিত কথা বলবেন এবং মায়ের স্বাস্থ্যের খোঁজ নেবেন। মায়ের সঙ্গে কিছু সময় কাটিয়ে তিনি গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি ফিরোজা নাকি ১৯৬ নম্বর নিজ বাসভবনে উঠবেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন