আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাইলস্টোনে হতাহতদের জন্য হাতিরঝিল থানা বিএনপির দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
মাইলস্টোনে হতাহতদের জন্য হাতিরঝিল থানা বিএনপির দোয়া মাহফিল

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে হাতিরঝিল থানা বিএনপি।

বুধবার বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নিহত পাইলট তৌকির, শিক্ষিকা মাহেরিনসহ প্রাণ হারানো শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। আহতদের দ্রুত সুস্থতা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি নেতারা।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ১নং সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার এবং মহানগর উত্তরের সদস্য মোজাম্মেল হোসেন সেলিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন