আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : আমার দেশ

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ পর্যন্ত এ বিক্ষোভ মিছিল হয়।

বিজ্ঞাপন

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা।

নেতারা বলেন, শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিল শেষে নেতারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত আহত হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন