ছাত্রশিবির-প্রাইভেট ইউনিভার্সিটির মেডিকেল ক্যাম্প উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৫: ২৭

" জুলাই জাগরণ, নব উদ্যোমে বিনির্মান" স্লোগানকে সামনে রেখে ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার জুলাই শহীদদের স্মৃতিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখা। এতে উপস্থিত ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম ও শাখা সেক্রেটারি শান্ত তালুকদার।

বিজ্ঞাপন

বিবৃতিতে শাখা সভাপতি রেজাউল করিম বলেন, “ জুলাই শহীদদের সবচেয়ে বেশি ওউন করে প্রাইভেট । তারই ধারাবাহিকতায় জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখা আশুলিয়া অঞ্চলের বিশ্ববিদ্যালসমূহের শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের বাস্তবমুখী সমস্যা সমাধানে কাজ করে।

এটাও তার ব্যতিক্রম নয়। ছাত্রশিবির শিক্ষার্থীদের  মৌলিক সমস্যা সমাধান করতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অত্র মেডিকেল ক্যাম্পটি সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রেখেছি। এমনকি মেয়ে শিক্ষার্থী বোনদের জন্য পৃথকভাবে মহিলা ডাক্তারদের ব্যবস্থা রেখেছি। ছাত্রশিবির শুধু তার ঐতিহ্যগত কর্মসূচিগুলো একে একে বাস্তবায়িত করছে, সামনেও করবে ইনশাআল্লাহ।

শাখা সেক্রেটারি শান্ত তালুকদার  আরও বলেন, এসব কর্মসূচি আমাদের রুটিন ওয়ার্ক। এমন আরো বহু চমকপ্রদ ও ছাত্রবান্ধব কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের অন্তরের ছাত্রশিবির পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

উপস্হিত সেবা গ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে এসব শিক্ষার্থী কল্যাণমূলক কর্মসূচি অব্যহত থাকুক। ছাত্র সংগঠনগুলোর ভিতর প্রতিযোগিতা হওয়া উচিত এসব নিয়ে। অতীতে ছাত্রশিবিরকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিরূপভাবে উপস্থাপন করা হয়েছিল বলে আমরা ভুল ম্যাসেজ পেয়েছি। আমি বাকি ছাত্র সংগঠনগুলোকেও বলবো ছাত্রশিবিরের মতো উদ্যোগি হয়ে ছাত্রকল্যাণমূলক কাজে মনোনিবেশ করার জন্য।

ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখা ভবিষ্যতেও এমন নানামুখী ব্যতিক্রম কর্মসূচি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে বলেও তারা জানিয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত