সাংবাদিককে কুপিয়ে হত্যা, নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৫: ০০
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৫: ১৫

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে, বৃহস্পতিবার, গাজীপুর জেলায় পেশাগত দায়িত্ব পালনকালে কিছু দুর্বৃত্ত কর্তৃক এক সাংবাদিককে কুপিয়ে জবাই করে হত্যার ভয়াবহ ঘটনা ঘটেছে। একই এলাকায় আরেক সাংবাদিকও দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা গণামাধ্যমসূত্রে জানতে পেরেছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই নৃশংস ও ন্যাক্কারজনক ঘটনাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ ঘটনায় জড়িত অপরাধীদের অতিদ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক স্তম্ভ। সাংবাদিকদের ওপর সহিংসতা গণতন্ত্র ও সুশাসনের জন্য বিপজ্জনক সংকেত। মনে রাখতে হবে, ’২৪-এর জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের যে পরিণতি, নানা চাপের মধ্যেও তা এগিয়ে নিতে পেরেছেন এই সাহসী সাংবাদিকরাই। ফলে সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা কেবল ব্যক্তি নয়, বরং মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত।

আমরা আরও লক্ষ করেছি যে, দেশজুড়ে চাঁদাবাজি, খুন ও নানাবিধ সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। আইনশৃঙ্খলার এই ভয়াবহ অবনতি নাগরিকদের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে, যা ভয়ংকর উদ্বেগজনক।

একই সঙ্গে যা আওয়ামী ফ্যাসিস্ট আমলের গুম-খুন ও দমন-পীড়নের যুগকেই মনে করিয়ে দিচ্ছে। জুলাই অভ্যুত্থানোত্তর আওয়ামী কায়দায় সংঘটিত এসব ঘটনার দায় অবশ্যই অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদেরও নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত