এ সময় গাজাবাসীর পক্ষে মুসলিম রাষ্ট্রগুলো না দাঁড়ানোর কঠোর সমালোচনা করে জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, উম্মাহর ঐক্যের বিপক্ষে যারা বিভেদ সৃষ্টিকারী তারা জায়ানবাদী ইহুদীদের দালাল, মুসলিম উম্মাহর শত্রু। গাজাবাসীর পক্ষে ইরান উম্মাহর প্রতি দায়িত্ব পালন করেছে। এজন্য
অবিলম্বে ববি হাজ্জাজসহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃত্বের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি আহ্বান জানান জামায়াত সেক্রেটারি জেনারেল।
বিবৃতিতে বলা হয়, “রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে কথিত ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র লোকজন পুড়িয়ে দিয়েছে। নুরুল হক এখন মৃত; তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলার দরবার ও তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে এই ঘৃণ্য অপরাধে জড়িতদের অতিদ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।