ইরানে ইসরাইলের বর্বরোচিত হামলার নিন্দা জমিয়তের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১৪: ৪০

ইরানের ওপর ইসরাইলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে দলটি জানিয়েছে, এই হামলা শুধু একটি স্বাধীন রাষ্ট্রের ওপর আগ্রাসন নয়, বরং তা গোটা মুসলিম উম্মাহর উপর আঘাত।

বিজ্ঞাপন

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই ধরনের আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করে। আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নেতৃদ্বয় মুসলিম বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসুন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত