জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইউরোপীয় সদস্যরা অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা একে রেকর্ড মাত্রার সহিংসতা হিসেবে আখ্যা দিয়েছেন। মঙ্গলবার পরিষদে জানানো হয়, শুধু অক্টোবর মাসেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ২৬০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে।
ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, স্লোভেনিয়া ও যুক্তরাজ্যের পক্ষে বক্তব্য দেন ব্রিটিশ রাষ্ট্রদূত জেমস কারিউকি। তিনি বলেন, নিরাপত্তা পরিষদ প্রস্তাব ২৩৩৪ নিয়ে আলোচনা করবে, যা বসতি স্থাপন কার্যক্রমকে স্পষ্টভাবে নিন্দা করে। একই সঙ্গে এটি ইসরাইলকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানায়।
কারিউকি সতর্ক করেন, ইসরাইল সরকার এমন নীতি বাস্তবায়ন করছে যা এই প্রস্তাবের পরিপন্থি। এতে পশ্চিম তীরে অস্থিতিশীলতা বাড়ছে। তিনি বলেন, এটি গাজার জন্য ঘোষিত ২০ দফা পরিকল্পনা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে ঝুঁকির মধ্যে ফেলছে।
মানবিক বিষয়ক সমন্বয় অফিসের (ওসিএইচএ) তথ্য উদ্ধৃত করে তিনি জানান, অক্টোবরেই ফিলিস্তিনি বেসামরিক নাগরিকরা বসতি স্থাপনকারীদের ২৬০টিরও বেশি হামলার শিকার হয়েছে। এসব হামলা বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করছে। শান্তি প্রচেষ্টাও ব্যাহত হচ্ছে।
ইসরাইলকে অধিকৃত অঞ্চলের ফিলিস্তিনি জনগণকে রক্ষার আহ্বান জানান তিনি। জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষার কথাও পুনর্ব্যক্ত করা হয়। এসময় তিনি ইসরাইলকে আন্তর্জাতিক আইনের অধীনে তার বাধ্যবাধকতা মেনে চলার এবং অধিকৃত অঞ্চলের ফিলিস্তিনিদের রক্ষা করার আহ্বান জানান।
ইউরোপীয় দেশগুলো অবৈধ বসতি সম্প্রসারণ, পূর্ব জেরুজালেমে উচ্ছেদ এবং নতুন আবাসন প্রকল্পের বিরোধিতা করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

