আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলা হামলায় কিউবার নিন্দা

‘মাতৃভূমি অথবা মৃত্যু, আমরা জয় করব’

আমার দেশ অনলাইন

‘মাতৃভূমি অথবা মৃত্যু, আমরা জয় করব’
ছবি সংগৃহীত।

ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাষায় এ হামলার নিন্দা জানিয়েছেন। ভেনেজুয়েলারর পাশে থা্কার অবস্থান ব্যক্ত করে বলেছেন -‘মাতৃভূমি অথবা মৃত্যু, আমরা জয় করব।’

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল এ হামলাকে অপরাধমূলক আক্রমণ বলে ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ডিয়াজ-ক্যানেল বলেছেন, কিউবার তথাকথিত শান্তির অঞ্চল-কে নৃশংসভাবে আক্রমণ করা হচ্ছে, তিনি আরো বলেন, মার্কিনিদের এই পদক্ষেপ কেবল ভেনেজুয়েলার জনগণের উপর নয় বরং তাদের ‘আমাদের আমেরিকা’-র রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ।

তিনি বিপ্লবী স্লোগান দিয়ে তার বিবৃতিটি শেষ করেছেন, ‘মাতৃভূমি অথবা মৃত্যু, আমরা জয় করব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন