আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলায় তুরস্কের নিন্দা

আমার দেশ অনলাইন
বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলায় তুরস্কের নিন্দা
ছবি: সংগৃহীত।

সুদানে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও আটজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে জঘন্য আখ্যা দিয়ে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে।

বিবৃতিতে বলা হয়, ‘এই নৃশংস হামলায় প্রাণ হারানো বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি আমরা আল্লাহর রহমত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ একই সঙ্গে সুদানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটির ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার গুরুত্বের ওপর জোর দেয় আঙ্কারা। তুরস্ক শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টায় দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এই হামলাটি ঘটে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের মধ্যে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং দেশজুড়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। সুদানের সেনাবাহিনী ড্রোন হামলার জন্য আরএসএফকে দায়ী করলেও সংগঠনটি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

নিহত ও আহত বাংলাদেশিরা জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী আবেই (ইউনিসফা)-এর সদস্য ছিলেন। এই মিশনটি সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার বিতর্কিত তেলসমৃদ্ধ সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে, যার ম্যান্ডেট সম্প্রতি নবায়ন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন