রিচয় প্রকাশ না করার শর্তে জাতিসংঘের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, “সামগ্রিকভাবে আমাদের মোট শান্তিরক্ষী সেনা ও পুলিশের প্রায় ২৫ শতাংশকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে। পাশাপাশি তাদের সরঞ্জাম এবং মিশনগুলোর বিপুল সংখ্যক বেসামরিক কর্মীর ওপরও এর প্রভাব পড়বে।”...
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ
বর্তমানে ১০টি দেশে বাংলাদেশের ৫ হাজার ৮১৮ শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছেন, যার মধ্যে রয়েছেন ৪৪৪ জন নারী। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট ১৬৮ শান্তিরক্ষী শহীদ হন।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সাউথ সুদান ও সেন্ট্রাল আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ১২৮ জন পুরুষ ও ৭১ জন নারীসহ ১৯৯ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।
আগামী ২৯ মে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ উপলক্ষে শান্তিরক্ষী মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী অফিসার/সৈনিক পরিবারের সদস্যদেরকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।