আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

আমার দেশ অনলাইন

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর

বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা দ্ব্যর্থহীনভাবে ১৩ ডিসেম্বর সুদানের দক্ষিণ কর্দোফানের কাদুগলিতে জাতিসংঘের ঘাঁটিতে ড্রোন হামলার ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং নয়জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।’

বিজ্ঞাপন

নিরাপত্তা পরিষদের সদস্যরা ‘শহীদ শান্তিরক্ষীদের পরিবার ও বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত এবং পূর্ণ আরোগ্য কামনা করেছেন।

সদস্যরা হামলার পরিণতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে জোর দিয়ে বলেন, ‘জাতিসংঘের ঘাঁটি এবং শান্তিরক্ষীদের ওপর আক্রমণ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।’ সেইসঙ্গে কালবিলম্ব না করে এই ধরণের হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

এতে বলা হয়, ‘শান্তিরক্ষীদের ওপর আক্রমণ আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধ হতে পারে।’

বিবৃতিতে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে সহযোগিতার ওপর জোর দেয়া হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরোচিত ড্রোন হামলা চালায়। এতে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও নয়জন আহত হন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন