আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাড়ি ভাড়া

পে-স্কেল: ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’

আমার দেশ অনলাইন

পে-স্কেল: ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’

নবম জাতীয় পে-স্কেলে সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া বাড়ছে না। বরং কয়েকটি গ্রেডের চাকরিজীবীদের বাড়ি ভাড়া কমবে। মঙ্গলবার পে-কমিশনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, পে-স্কেলের সুপারিশ অনুযায়ী ২০ থেকে ৯ম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া আনুপাতিক হারে বাড়বে। তবে ৮ম থেকে প্রথম গ্রেডের কর্মকর্তাদের বাড়ি ভাড়া কমবে। ওপরের গ্রেডের কর্মকর্তাদের বেতন অনেক বাড়ায় বাড়ি ভাড়ার বিষয়টি কমানোর সুপারিশ করা হচ্ছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে পে-কমিশনের এক সদস্য বলেন, পে-স্কেলে নিচের গ্রেডের কর্মচারীদের সুযোগ-সুবিধা বেশি রাখার সুপারিশ করা হচ্ছে। কেননা তাদের বেতন অনেক কম। এজন্য অন্যান্য ভাতা দিয়ে এটি কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিকে নবম জাতীয় পে-স্কেল নিয়ে শেষ সভা করতে যাচ্ছে পে-কমিশন। আগামীকাল বেলা ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন ও ভাতার সুপারিশ করে আগামীকাল বুধবার বিকেল ৫টায় প্রতিবেদন জমা দেবে পে-কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেবে জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পে-কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, এটা দ্বিগুণের বেশি বাড়বে বলে জানা গেছে। বর্তমানে সর্বোচ্চ ধাপে নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা। এটা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করা হচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১: ৮ করার সুপারিশ রয়েছে।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতনকাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়েছে সরকার।

বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বেতনকাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে বাড়তি ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা লাগবে। প্রস্তাবিত বেতন কাঠামোয় নিচের দিকে বেতন–ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন