জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আব্দুল হালিম আরো একটি দলের জোটে যোগ দেবার ব্যাপারটি নিশ্চিত করে বলেন, ১০ দলের সঙ্গে আরেকটি দল নির্বাচনি সমঝোতায় যুক্ত হতে যাচ্ছে। শিগগিরই নাম জানানো হবে। আমরা যেন এই নতুন, ঐক্যবদ্ধ, ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিজয়ী হতে পারি এই দোয়া চাই।
সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় আগারগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে আমরা কোনো আবেদন করিনি। ১১ দলের আসন বিন্যাস আজ বিকালের মধ্যে জানা যাবে। আমাদের সবকিছু প্রায় সম্পন্ন, কিছুটা সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশের জন্য নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
প্রতীক নিয়ে প্রশ্নে তিনি বলেন, এই নির্বাচন কোনো জোটবদ্ধ নির্বাচন নয়, তবে জোটের চেয়েও শক্তিশালী একটি সমঝোতা। আমরা সহ-প্রতীক নিয়ে নির্বাচন করব। প্রতিটি আসনে একটি দল প্রার্থী দেবে, অন্যরা সমর্থন জানাবে।
আমরা আশা করব, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন মিলে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। এখনো অনেক কাজ বাকি আছে। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ একটি সুন্দর নির্বাচনি পরিবেশ গঠনে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে। হাতে এখনো ৪২-৪৩ দিনের মতো সময় আছে, বলেন জুবায়েরের।
তিনি আরও জানান, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, দেশের মানুষের প্রিয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে তার মনোনয়নপত্র ঢাকা-১৫ আসনে জমা দিয়েছি। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার পক্ষ থেকে দোয়া চাইছি।
আগামী সংসদ নির্বাচনে মিরপুর ও কাফরুল নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়াও দলটির পক্ষ থেকে আরো একটি নতুন দলের জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে অংশ নেবার কথা নিশ্চিত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

