শহীদ পরিবারের সঙ্গে আর কোন টালবাহানা চলবে না: শহীদ আলভীর পিতা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৫: ৩৬
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ২০: ১১

শহীদ শাহরিয়ার হাসান আলভীর পিতা ও জুলাই শহীদ স্মৃতি পরিবারের সহসভাপতি আবুল হাসান বলেন, শহীদ পরিবারের সঙ্গে আর কোনো টালবাহানা চলবে না।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শহীদ আলভীর পিতা বলেন, হাসিনার নিয়োগ দেওয়া পুলিশ কিভাবে জুলাই হত্যাকারিদের গ্রেপ্তার করবে?

তিনি সরকারের উদ্দেশে বলেন, আপনারা দ্রুত জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করুন।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশের মূল পর্ব দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উপস্থিত রয়েছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং আলেমরা।

সকাল পৌনে দশটায় সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এসময় সারা দেশ থেকে আসা লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকায় বিস্তৃত হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত