চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আ স ম রব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৫: ৫১

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। দলের সিনিয়র সহ সভাপতি মিসেস তানিয়া রবও তার সঙ্গে ফিরেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে বহনকারী ইউএস বাংলার ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫টায় তিনি রাজধানীর উত্তরায় বাসার উদ্দেশ্যে রওনা করেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি পূর্ণ বিশ্রামে থাকবেন।

এ সময় তাকে বরণ করে নিতে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,সহ-সভাপতি এডভোকেট কে এম জাবির,কামাল উদ্দিন পাটোয়ারী,এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান,এডভোকেট সৈয়দা ফাতেমা হেনা,এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল,নুরুল আকতার,মোশারেফ হোসেন মন্টু,মো.মোস্তফা কামাল,আবদুল্লাহ আল মামুন,শফিকুর রহমান বাবর,এম এ আউয়াল, কামরুল আহসান অপু,বোরহান উদ্দিন চৌধুরী রোমান, আবুল কালাম, এহসান ভুইয়া,মোহাম্মদ মোস্তাক,ফারজানা দিবা,আনিসা রত্না,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম,আবদুল্লাহ আল নোমান,ইলোরা খাতুন সোমা,এস এম মনিরুজ্জামানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত