আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে সাহস যুগিয়েছেন: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে সাহস যুগিয়েছেন: সাইফুল হক

বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস যুগিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার সাইফুল হক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করে তার আপসহীন সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সাংবাদিকদের ও নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

সাইফুল হক বলেন, ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়ার দৃঢ়চিত্ত ভূমিকা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে দেশের জনগণকে সাহস যুগিয়েছে, অনুপ্রাণিত করেছে। আগামীতে যারা গণতন্ত্র ও অধিকারের জন্য লড়াই করবেন, বেগম খালেদা জিয়া তাদের কাছেও সাহসের বাতিঘর হিসাবে থেকে যাবেন।

এ সময় তিনি আশা করেন বিএনপির চেয়ারপার্সন হিসাবে তারেক রহমান দক্ষতা ও প্রজ্ঞার সাথে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নেবেন।

এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা- ১২ আসনের বিএনপি সমর্থিত কোদাল মার্কার সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, শাহ আলম, মোজাম্মেল হোসেন সেলিম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন