আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাপার নিবন্ধন বাতিল ও নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে ইসিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার

জাপার নিবন্ধন বাতিল ও নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে ইসিতে স্মারকলিপি

জাতীয় পার্টিসহ (জাপা) বিগত আওয়ামী লীগ সরকারকে সহযোগিতাকারী দলগুলোর নিবন্ধন বাতিল এবং আসন্ন নির্বাচনে তাদের অযোগ্য ঘোষণার দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে দেশ ‘চূড়ান্ত ক্ষতির’ মুখে পড়বে।

বিজ্ঞাপন

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংগঠনটির পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনের শীর্ষ নেতারা।

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ বলেন, “২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের ভোট ডাকাতি এবং ২০২৪ সালের ডামি নির্বাচনে সহযোগিতা করে জাতীয় পার্টি আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, একই অপরাধে জাতীয় পার্টিও অপরাধী। এই ফ্যাসিবাদী দোসরদের নিবন্ধন বাতিল এবং নির্বাচন থেকে বিরত রাখার দাবি জানিয়েছি আমরা।”

জাপা নিষিদ্ধের দাবিতে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, “আমরা আগেও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছিলাম, কিন্তু তা করা হয়নি। এর জন্য আমরা কেবল নির্বাচন কমিশন নয়, সরকারকেও দায়ী করছি।” জাপা ইস্যুতে আজ সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবাদ জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান অভিযোগ করেন, কমিশন জাপার প্রতি নমনীয় আচরণ করছে। তিনি বলেন, “জাতীয় পার্টির নেতাদের অতীত কর্মের জন্য কারাগারে থাকার কথা ছিল, কিন্তু তারা প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে। অথচ কমিশন আমাদের তিন ঘণ্টা বসিয়ে রেখেছে। যারা মানুষের ভোটাধিকার হরণ করেছে, সেই পার্টির প্রতি ইসির সফটনেস (নমনীয়তা) দেখে আমরা অবাক হয়েছি।”

নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের সমালোচনা করে নাজমুল হাসান আরও বলেন, “ইসি ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের ভোট করার সুযোগ দিচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। দিল্লির গোলাম হিসেবে পরিচিত জাতীয় পার্টিকে নির্বাচনে সুযোগ দিয়ে দেশকে ক্ষতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট বলেছি, আসন্ন নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণা করে তাদের নিবন্ধন বাতিল করতে হবে।” জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও জানান সংগঠনের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন