গণসমাবেশে মাওলানা মা’ছুম

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদে একক অধিপত্য বজায় রাখার জন্যই বিশেষ একটি দল পিআরের মত ইনসাফপূর্ণ পদ্ধতির বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।
তিনি বলেন, আমরা সংসদে ছোটবড় সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনের প্রস্তাব করেছি। দেশের অধিকাংশ মানুষই পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। অথচ বিশেষ একটি দল নাকি পিআর বোঝে না। অথচ তারা জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে উচ্চ-কক্ষে পিআর মেনে নিয়ে প্রমাণ করেছেন তারা পিআর বোঝেন।
শুক্রবার রাজধানীর রামপুরায় একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ দফা দাবিতে থানা জামায়াত আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা এটিএম মা‘ছুম আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের আবশ্যকতার কথা উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনে সবার জন্য ময়দান সমতল হবে হবে। সবার আগের জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির বিচার না হলে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হতে পারবে না। তিনি দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সতর্ক থাকার আহবান জানান।
তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে এমন এক সাহসী সরকার গঠন করা হবে, যে সরকার এক আল্লাহ ছাড়া কোন পরাশক্তিকে ভয় করবে না। রাষ্ট্রের সব ক্ষেত্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
রামপুরা থানা উত্তরের আমির ফজলে আহমদ ফজলুর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা-১১ আসনের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ও ঢাকা-১১ আসনের আসন পরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ।

জাতীয় সংসদে একক অধিপত্য বজায় রাখার জন্যই বিশেষ একটি দল পিআরের মত ইনসাফপূর্ণ পদ্ধতির বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।
তিনি বলেন, আমরা সংসদে ছোটবড় সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনের প্রস্তাব করেছি। দেশের অধিকাংশ মানুষই পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। অথচ বিশেষ একটি দল নাকি পিআর বোঝে না। অথচ তারা জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে উচ্চ-কক্ষে পিআর মেনে নিয়ে প্রমাণ করেছেন তারা পিআর বোঝেন।
শুক্রবার রাজধানীর রামপুরায় একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ দফা দাবিতে থানা জামায়াত আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা এটিএম মা‘ছুম আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের আবশ্যকতার কথা উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনে সবার জন্য ময়দান সমতল হবে হবে। সবার আগের জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির বিচার না হলে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হতে পারবে না। তিনি দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সতর্ক থাকার আহবান জানান।
তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে এমন এক সাহসী সরকার গঠন করা হবে, যে সরকার এক আল্লাহ ছাড়া কোন পরাশক্তিকে ভয় করবে না। রাষ্ট্রের সব ক্ষেত্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
রামপুরা থানা উত্তরের আমির ফজলে আহমদ ফজলুর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা-১১ আসনের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ও ঢাকা-১১ আসনের আসন পরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ।

পতিত আওয়ামী সরকারের সাড়ে ১৫ বছরে দেশে পর্দানশীন নারীদের বৈঠক করা যেন ছিল অঘোষিত অপরাধ। বিশেষ করে মহিলা জামায়াতের নেতাকর্মীদের একসঙ্গে বসা অনেকটাই অসম্ভব ছিল। ইসলামী বইপত্র নিয়ে এ ধরনের কোনো কর্মকাণ্ডের খবর পেলেই ‘জঙ্গি সম্পৃক্ততা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগ তোলা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর স্বাভাব
১ ঘণ্টা আগে
জোটসঙ্গী হিসেবে দীর্ঘ দুই যুগ ধরে একসঙ্গে পথ চলেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের পাশাপাশি তারা সম্মিলিতভাবে সরকারও চালিয়েছে। তবে জুলাই বিপ্লবের পর থেকেই দল দুটি একে অপরের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে।
২ ঘণ্টা আগে
বৈঠকে অংশ নেওয়া বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আমার দেশকে বলেন, জেলা সদর আসনে মনোনয়নপ্রত্যাশী নেতারা জনসংযোগ করতে গিয়ে কিংবা সভা সমাবেশে প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে বিষোদগার করছেন। এতে ব্যক্তির নয়, বরং বিএনপিরই ক্ষতি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে শনিবার সকালে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। জাতীয় সংসদের কমিশনের কার্যালয়ে বৈঠকটি হবে সকাল ১০টায়।
৬ ঘণ্টা আগে