প্রতিনিধি, ঢাবি
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এবং উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পাইলটের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।
এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মসজিদ একটি পবিত্র স্থান। কিন্তু একটি বিশেষ গোষ্ঠী এটিকে অপরাজনীতির কেন্দ্রবিন্দু বানাতে চায়। ফজরের নামাজের পর মসজিদে বসে তারা কিভাবে গালিগালাজ করতে হবে, সেটাও শেখাচ্ছে। ইসলাম ও ধর্মের সঠিক ধারক-বাহকদের আমরা শ্রদ্ধা করি, তবে কেউ যেন মসজিদের পবিত্রতা নষ্ট করতে না পারে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।”
তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের ছাত্রদল চিরকাল স্মরণে রাখবে। পাশাপাশি মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশুদের জন্য দোয়া চেয়ে নিজের বক্তব্য শেষ করেন তিনি।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “জুলাই-আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ছিল আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ। এর মধ্যেই একটি হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে গেছে। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন প্রাণ হারিয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি অভিযোগ করে বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, এখনো তাদের বিচার শুরু হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ওই ঘটনার বিরোধিতা করেছিলেন, তাদের বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় এবং ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এবং উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পাইলটের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।
এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মসজিদ একটি পবিত্র স্থান। কিন্তু একটি বিশেষ গোষ্ঠী এটিকে অপরাজনীতির কেন্দ্রবিন্দু বানাতে চায়। ফজরের নামাজের পর মসজিদে বসে তারা কিভাবে গালিগালাজ করতে হবে, সেটাও শেখাচ্ছে। ইসলাম ও ধর্মের সঠিক ধারক-বাহকদের আমরা শ্রদ্ধা করি, তবে কেউ যেন মসজিদের পবিত্রতা নষ্ট করতে না পারে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।”
তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের ছাত্রদল চিরকাল স্মরণে রাখবে। পাশাপাশি মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশুদের জন্য দোয়া চেয়ে নিজের বক্তব্য শেষ করেন তিনি।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “জুলাই-আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ছিল আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ। এর মধ্যেই একটি হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে গেছে। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন প্রাণ হারিয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি অভিযোগ করে বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, এখনো তাদের বিচার শুরু হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ওই ঘটনার বিরোধিতা করেছিলেন, তাদের বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় এবং ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
৩৫ মিনিট আগেএর আগে বিকেল ৫টার দিকে তারা যমুনায় পৌঁছান। নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
১ ঘণ্টা আগেপ্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
২ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। এতে থাকা প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন করা উচিত।
২ ঘণ্টা আগে