সংবিধান সংস্কার ছাড়া নির্বাচনে ফ্যাসিবাদের উত্থান ঘটবে: নূরুল ইসলাম বুলবুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সংবিধান সংস্কার ব্যতীত নির্বাচন হলে আবারো ফ্যাসিবাদের উত্থান ঘটবে। যে সংবিধান শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তুলেছে সেই সংবিধান বহাল রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে নির্বাচন দিতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা আর স্বদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। নতুবা জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন বাংলাদেশ বিনির্মাণে আবারো জুলাই ফিরে আসবে।

বুধবার বিকেলে ঢাকা-৫ আসনের উদ্যোগে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযান পূর্বক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষুধা, দারিদ্র, বেকারত্বমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। জামায়াতে ইসলামী ৪ দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজ সেবামূলক কার্যক্রম দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে পরিচালনা করে থাকে জামায়াত। কারণ ইসলামী জীবন বিধানে বৈষম্যের কোনো সুযোগ নেই। ইসলামের বিধান সবার জন্য সমান। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নিঃসন্দেহে ভিন্ন-ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াতে ইসলামী ঢাকা-৫ আসন পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। আরও বক্তব্য রাখেন ডেমরা জোন পরিচালক অধ্যাপক মোকাররম হোসাইন খান, যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহজাহান খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী, যাত্রাবাড়ী মধ্য থানা আমির অ্যাডভোকেট একে আজাদসহ ঢাকা-৫ সংসদীয় এলাকার সব সাংগঠনিক থানা আমির-সেক্রেটারি ও দায়িত্বশীল নেতারা।

সভা শেষে নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে ফার্মের মোড় এলাকা পর্যন্ত গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযান পরিচালিত হয়। এসময় তারা বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারী এবং পথচারীদের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াত পত্রের লিফলেট বিতরণ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত