আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ

আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার মহাসড়কে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম (ক্রাইম অপস অ্যান্ড ট্রাফিক-ঢাকা উত্তর) জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, গাবতলীর আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে। তারা জনগণের জানমাল রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি জানান, এ উপলক্ষে প্রায় ৭০ থেকে ৮০ হাজার নেতাকর্মী ও সমর্থক সমবেত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এ ছাড়া নেতার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আগমন এবং একই সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে ইতোমধ্যে ৩৫ হাজার রঙিন ক্যাপ ও গেঞ্জি-টি শার্ট প্রস্তুত করা হয়েছে বলে তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন