আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যশোরে ডা. শফিকুর রহমান

‘হ্যাঁ’ ভোট জয়ী না হলে সরকার গঠন করে কোনো লাভ হবে না

আমার দেশ অনলাইন

‘হ্যাঁ’ ভোট জয়ী না হলে সরকার গঠন করে কোনো লাভ হবে না
ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায়। তবে হ্যাঁ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোন কাজে আসবে না। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতায় গেলে যশোরকে সিটি কর্পোরেশন করা হবে। আমরা বেকার যুবকদের সম্মানজনক কাজ দিতে চাই। যে তুরুণেরা ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা ঘুমিয়ে যায়নি। তারা পুরোনো বন্দবস্তের পরিবর্তন চায়।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, যারা নির্বাচনে জেতার আগেই মা-বোনের গায়ে হাত দেয় এবং বিরোধী মত দমনে কঠোর হয়, তারা জিতলে দেশ কতটা নিরাপদ থাকবে সেই প্রশ্ন রয়েই যায়।

অভিযোগ করে তিনি বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট পাস করলে ফ্যাসিবাদ ফিরবে না। তাই নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। জনতার স্বার্থ রক্ষায় দাঁড়িপাল্লার মাপে কোনো হেরফের হবে না। ই দেশে জনগণের রাজনীতি হবে, পরিবার বা দলের নয়।

জামায়াতের এ নেতা বলেন, একদিকে ফ্যামিলি কার্ড অন্যদিকে মা-বোনদের গায়ে হাত চলতে পারে না। জামায়াতের আর্দশিক প্রচারণায় কারো বাধা ‌দেয়ার এখতিয়ার নেই। নির্বাচনী প্রচারণায় বাধা দিলে কিংবা নারীদের লাঞ্ছিত করলে প্রতিরোধ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...