আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মনোনয়নপত্র যাচাই

তারেক রহমান, শফিকুর রহমানের বৈধ, বাতিল কর্নেল হক ও জারার

স্টাফ রিপোর্টার

তারেক রহমান, শফিকুর রহমানের বৈধ, বাতিল কর্নেল হক ও জারার

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ঢাকা জেলার ২০টি আসনে জমা পড়া মনোনয়নপত্রগুলোর যাচাই-বাছাই গতকাল শনিবার শেষ হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের (ইসি) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে এ বাছাই প্রক্রিয়া চলে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, ঢাকার ২০টি আসনে জমা পড়া বিপুলসংখ্যক মনোনয়নপত্রের মধ্যে বড় একটি অংশ বৈধ হলেও গড়ে প্রতি আসনেই তিন থেকে সাত জনের প্রার্থিতা বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে বৈধ ও বাতিল হওয়া প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ আসনে মোট ১৭টি মনোনয়নপত্রের মধ্যে ১০টি বৈধ এবং সাতটি বাতিল হয়েছে। অনুরূপভাবে, ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারা ও ঢাকা–২ আসনে জামায়াত প্রার্থী ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন তারা।

বৈধ তালিকায় আরো আছেন ঢাকা-১ আসনে বিএনপির খন্দকার আবু আশফাক ও জামায়াতের নজরুল ইসলাম, ঢাকা-২ বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান, ঢাকা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ও জামায়াত মনোনীত শাহীনুর ইসলাম, ঢাকা-৬ আসনে জামায়াতের আবদুল মান্নান এবং ঢাকা-৮ আসনে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবি, ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক, ঢাকা-১৩ আসনে খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক ও বিএনপির ববি হাজ্জাজ, ঢাকা-১৯ আসনে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ও জামায়াতের আফজাল হোসাইন।

ঢাকা-২০ আসনে বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন ও বাংলাদেশ জামায়াতের আবদুর রউফের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হচ্ছে আজ রোববার। ঢাকার বিভিন্ন আসনের জন্য মোট ২৩৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এগুলোর যাচাই-বাছাই চলছে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় এবং আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে। হলফনামার তথ্য বিশ্লেষণ ও প্রার্থিতার যোগ্যতা বিবেচনা করে মনোনয়নপত্র বৈধ বা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

ঢাকা-২০ আসনের বাকি সাতটি আসনের বিএনপি ও জামায়াতের বৈধ প্রার্থী যারা; এর মধ্যে ঢাকা-৪ আসনের বিএনপির তানভীর আহমেদ রবিন ও জামায়াতের আবদুল কুদ্দুস, ঢাকা-৫ আসনে বিএনপির নবী উল্লাহ নবী ও জামায়াতের কামরুল আহসান, ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে বিএনপির হাবিবুর রশীদ হাবিব, ঢাকা-১২ আসনে বিএনপি নেতা সাইফুল আলম নিরব, ঢাকা-১৪ আসনে বিএনপির এসএ সিদ্দিক সাজু ও ঢাকা-১৮ আসনে বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন।

এছাড়া ঢাকা জেলার পাঁচটি আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার । এছাড়া ঋণখেলাপির অভিযোগ থাকায় ঢাকা-২-এর জামাত প্রার্থী কর্নেল (অব.) আবদুল হক এবং ঢাকা-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুক এবং ১০ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

ঢাকার বাইরে যাদের বাতিল হয়েছে

চট্টগ্রামের চারটি আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে একজন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে চারজন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তিনজন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে চারজন আছেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে ৩৮ প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার পাঁচটি আসনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে ৩৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আলম হোসেন।

খুলনা-৪ আসনে যাচাই-বাছাইয়ে চার প্রার্থীর মনোনয়ন বৈধ এবং এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী মোবাশ্বের আলমসহ ৩১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৭৬ জনের। যাচাই-বাছাই শেষে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ রেজা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন জমা দেওয়া ১০ প্রার্থীর মধ্যে চারজনের বাতিল হয়েছে। বৈধ ঘাষণা করা হয়েছে ছয়জনের মনোনয়ন। রংপুর-৫ (মিঠুপুকুর) ও ৬ (পীরগঞ্জ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের বাতিল হয়েছে। একই সঙ্গে ১৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে জমা দেওয়া ৫৭ মনোনয়নপত্রের মধ্যে ৪০টি বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় তথ্যসংক্রান্ত জটিলতা, ভোটারদের স্বাক্ষর না থাকা ও ঋণখেলাপি হওয়ায় ১৬ জনের মনোনয়ন বাতিল করা হয়। কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী ২৩ প্রার্থীর মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপর ছয় প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া স্থগিত করা হয়েছে বিএনপির সাবেক সংসদ সদস্য ও রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়ন। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মোট সাত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে একজনের প্রার্থিতা বা‌তিল করা হয়েছে। জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা এবং সাতজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি-জামায়াতসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ এবং চারজনের বাতিল করা হয়েছে। মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে ৩১ প্রার্থী মনোনয়ন ফরম জমা করেন। এর মধ্যে চারটি আসনে পাঁচজনের মনোনয়ন বাতিল হয়েছে। ফরিদপুর-৪ আসনে (সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা) ১০ প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাই শেষে পাঁচজনের ফরম বাতিল হয়েছে।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন-স্টাফ রিপোর্টার, ঢাকা দক্ষিণ; স্টাফ রিপোর্টার, গাজীপুর; স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ; চট্টগ্রাম ব্যুরো; খুলনা ব্যুরো; রাজশাহী অফিস; রংপুর অফিস; স্টাফ রিপোর্টার, কক্সবাজার; ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি; কুমিল্লা প্রতিনিধি; ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি; ঝিনাইদহ প্রতিনিধি; জয়পুরহাট প্রতিনিধি; কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি; মৌলভীবাজার প্রতিনিধি এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি]

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন