শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এর সঙ্গে জড়িতদের জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জনপ্রত্যাশা অনুযায়ী সবার মতামতের ভিত্তিতে নতুন শিক্ষা সিলেবাস তৈরি, দ্রুততম সময়ে অবসরভাতা প্রদানসহ নানা দাবি জানিয়েছে দলটি।
গতকাল সোমবার রাজধানীর সচিবালয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও দলের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি উপস্থাপন করেন।
জামায়াতের প্রতিনিধিদলে আরো ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, মানারাত ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক কোরবান আলী, কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য সচিব ড. ইকবাল হোসেন ভূইয়া, সিটি কলেজের অধ্যাপক নুরুন নবী মানিক এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সাক্ষাৎ শেষে সচিবালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষার মেরুদণ্ড হবেন শিক্ষকরা। সুতরাং শিক্ষকরা না দাঁড়াতে পারলে শিক্ষা গড়ে উঠতে পারে না, তা জাতিকেও গঠন করতে পারে না। সেজন্য আমাদের প্রথম দাবি ছিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জড়িতদের জাতীয়করণ করতে হবে। এ ব্যাপারে উপদেষ্টা আলোচনার আশ্বাস দিয়েছেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষকরা থাকবেন ক্লাসে। তারা কেন দাবি-দাওয়া নিয়ে রাস্তায় থাকবেন। শিক্ষকদের দাবি পূরণ ও তাদের এমপিও যাতে দেওয়া হয়। বিশেষ করে গত ১৭ বছর যারা দলীয়করণে বঞ্চিত ছিলেন, সে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তিকরণ করা হোক। এছাড়া শিক্ষক-কর্মচারীরা যাতে অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভাতা পেতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো যাতে সরকারি প্রাইমারির মতো একই মানে এমপিওভুক্ত করা হয়। তারা এগুলো দেখার বিষয়ে আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, আমরা সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে আলোচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন সিলেবাস করার প্রস্তাব দিয়েছি।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এর সঙ্গে জড়িতদের জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জনপ্রত্যাশা অনুযায়ী সবার মতামতের ভিত্তিতে নতুন শিক্ষা সিলেবাস তৈরি, দ্রুততম সময়ে অবসরভাতা প্রদানসহ নানা দাবি জানিয়েছে দলটি।
গতকাল সোমবার রাজধানীর সচিবালয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও দলের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি উপস্থাপন করেন।
জামায়াতের প্রতিনিধিদলে আরো ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, মানারাত ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক কোরবান আলী, কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য সচিব ড. ইকবাল হোসেন ভূইয়া, সিটি কলেজের অধ্যাপক নুরুন নবী মানিক এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সাক্ষাৎ শেষে সচিবালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষার মেরুদণ্ড হবেন শিক্ষকরা। সুতরাং শিক্ষকরা না দাঁড়াতে পারলে শিক্ষা গড়ে উঠতে পারে না, তা জাতিকেও গঠন করতে পারে না। সেজন্য আমাদের প্রথম দাবি ছিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জড়িতদের জাতীয়করণ করতে হবে। এ ব্যাপারে উপদেষ্টা আলোচনার আশ্বাস দিয়েছেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষকরা থাকবেন ক্লাসে। তারা কেন দাবি-দাওয়া নিয়ে রাস্তায় থাকবেন। শিক্ষকদের দাবি পূরণ ও তাদের এমপিও যাতে দেওয়া হয়। বিশেষ করে গত ১৭ বছর যারা দলীয়করণে বঞ্চিত ছিলেন, সে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তিকরণ করা হোক। এছাড়া শিক্ষক-কর্মচারীরা যাতে অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভাতা পেতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো যাতে সরকারি প্রাইমারির মতো একই মানে এমপিওভুক্ত করা হয়। তারা এগুলো দেখার বিষয়ে আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, আমরা সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে আলোচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন সিলেবাস করার প্রস্তাব দিয়েছি।
ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (আইআরআই) প্রতিনিধি দল। বুধবার সকাল ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১২ মিনিট আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদের মধ্যে যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট সেগুলো আগে পাস করে পরে নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে।
২৭ মিনিট আগেবৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, আগামী নির্বাচনের প্রক্রিয়া, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে আলোচনা হয়েছে।
৩২ মিনিট আগেনিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১ ঘণ্টা আগে