জামায়াতের সাবেক এমপি রোকেয়া আনসারের জানাজা ও দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৮: ৫৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য বেগম রোকেয়া আনসারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। জানাজা শেষে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযম হোসাইন হেলাল, বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও জানাজায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা সহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এর আগে গত বুধবার দুপুরে বার্ধক্যজনিত কারণে বেগম রোকেয়া আনসার ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ৩ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।

তার ইন্তেকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ আলাদা শোকবার্তায় গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তারা বলেন, সাতক্ষীরার ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মরহুম অ্যাডভোকেট শেখ আনসার আলীর স্ত্রী বেগম রোকেয়া আনসার, ইসলামী আন্দোলনের এক নিবেদিত প্রাণ ছিলেন।

তিনি জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদ সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমৃত্যু তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে নিয়োজিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত