আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান
তারেক রহমান। ফাইল ছবি

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরতে ‘ট্রাভেল পাসের’ জন্য গতকাল বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকালে সেই ট্রাভেল পাস তিনি হাতে পেয়েছেন। বিএনপির দায়িত্বশীল সূত্র ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি। গত বছর অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে এ কারণেই বাংলাদেশি হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন