সৎলোক তৈরির জন্য কোরআন শিক্ষা অপরিহার্য: মাওলানা হালিম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৭: ৪৬
সনদ বিতরণ অনুষ্ঠানে মাওলানা আবদুল হালিম ( বাঁ দিক থেকে দ্বিতীয়)

তা’লীমুল কোরআন ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আবদুল হালিম বলেছেন, সৎলোক তৈরির জন্য কোরআনের শিক্ষা অপরিহার্য।

শনিবার টঙ্গীর গাজীপুরায় তা’লীমুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২১ দিন ব্যাপী সার্বক্ষণিক মুয়াল্লিম কোর্সের সমাপনী দিবসে সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আল্লাহ তা’য়ালা মানব জাতির হেদায়েতের জন্য আল কোরআন নাজিল করেছেন। আল কোরআন মানুষকে সঠিক পথ প্রদর্শন করে, মানুষকে আল্লাহর নিকটবর্তী সৎ গোলাম হিসাবে তৈরী করে।

মাওলানা আব্দুল হালিম বলেন, মুয়াল্লিমদের শিশু থেকে বয়স্ক পর্যন্ত কোরআন শিক্ষা দানের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন ও সদা তৎপর থাকতে হবে। আল কোরআন শিক্ষাদানের প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট বহন করা দায়িত্ব পালন নয় বরং সাহাবায়ে কেরাম ও যুগে যুগে আলোকিত দ্বীনের দাঈদের অনুসরণ করে বাংলাদেশের প্রতিটি ঘরে কোরআনের শিক্ষা পৌঁছিয়ে দিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, মক্তব ও পাড়া-মহল্লায় সর্বস্তরে মানুষকে কোরআন শেখানোর কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হবে।

আল কোরআন নাযিলের লক্ষ ‘মানুষকে অন্ধকার থেকে আলোর পথে’ ধাবিত করার কাজ গুরুত্ব সহকারে করতে পারলে ন্যায়-ইনছাফ ভিত্তিক সমাজ কায়েম করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

মুয়াল্লিম কোর্সে বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন তা’লীমুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারী। প্রশিক্ষক ছিলেন কেন্দ্রীয় মাওলানা আবদুর রহিম, মাওলানা বোরহান উদ্দিন, হাফেজ কারী জাকির হোসাইন ও কারী মো: মাওলানা নূরুল আমিন। অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টংগী, গাজীপুরের মাওলানা নূরুল আমিন।

বিষয়:

কোরআন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত