আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাকে দেখতে গেলেন ডা. জুবাইদা

স্টাফ রিপোর্টার

মাকে দেখতে গেলেন ডা. জুবাইদা

মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে যান তার ছোট কন্যা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত প্রয়াত বাবার বাড়ি ‘মাহবুব ভবনে’ যান তিনি। সেখানে মায়ের শারীরিক খোঁজখবর নেন। মা এবং বড় বোন শাহীনা জামানের সাথে বেশ কিছু সময় কাটান তিনি।

বিজ্ঞাপন

এ সময় মাহবুব ভবনে বিএনপির নাসির উদ্দিন আহমেদ অসীম, মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন, ড্যাবের ডা. শাহ মু. আমান উল্লাহ, ডা. মনোয়ারুল কাদির বিটু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে রাতে গুলশানে শাশুড়ি খালেদা জিয়ার বাসা ফিরোজায় ফিরে যান ডা. জুবাইদা। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে ফিরোজা থেকে পুলিশ স্কট সহকারে একটি গাড়িতে করে মাহবুব ভবন এর উদ্দেশে রওনা হন জুবাইদা রহমান। বিএনপি ও দলের মিডিয়া সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।

দীর্ঘ ১৭ বছর পর গত মঙ্গলবার খালেদা জিয়ার সাথে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা রহমান। ঢাকায় ফিরে ওইদিন রাতেই অসুস্থ মাকে দেখতে পান্থপথের স্কয়ার হাসপাতালে যান তিনি। ইকবাল মান্দ বানু গত ১ মে অসুস্থ হয়ে এই হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা ছাড়পত্র দিলে মাকে নিয়ে গত বুধবার বাবার বাসায় যান জুবাইদা। পরে আবার তিনি ফিরোজায় ফিরে যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন