স্টাফ রিপোর্টার
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের শহীদরাই শুধু বাংলাদেশকে ফ্যাসিস্ট ও জালেমমুক্ত করেনি, এ দেশকে জালেম ও ফ্যাসিস্টমুক্ত করার জন্য আন্দোলনের বীজ বোপন করেছিল শাপলা চত্বরের শহীদরা। তাই শুধু জুলাই-আগস্ট নয়, শাপলা চত্বরের শহীদদেরও রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। একই সঙ্গে শহীদদের পরিবারের ভরণ-পোষণ ও আহতদের চিকিৎসা খরচ সরকারকে বহন করতে হবে।
বুধবার পুরানা পল্টনে আল্লামা শাহ আহমদ শফী মিলনায়তনে শাপলা চত্বর ও জুলাই-আগস্ট শহীদদের স্মরণে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মুফতি ফখরুল ইসলাম আরো বলেন, দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লি পালালেও তার দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে আছে। চিরুনি অভিযানের মাধ্যমে প্রশাসনের সব স্তর থেকে এদের বিতাড়িত করতে হবে। না হয় শাপলা চত্বর ও জুলাই-আগস্ট শহীদদের শাহাদত মূল্যহীন হয়ে পড়বে।
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবু দারদার সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন দলের নায়েবে আমির আলহাজ গাজী আবদুর রহিম, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমির মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ, খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ আশিক আল আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আশরাফুল ইসলাম, মুহাম্মাদ হাবীবুর রহমান ও হাফেজ আবদুল্লাহ প্রমুখ।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের শহীদরাই শুধু বাংলাদেশকে ফ্যাসিস্ট ও জালেমমুক্ত করেনি, এ দেশকে জালেম ও ফ্যাসিস্টমুক্ত করার জন্য আন্দোলনের বীজ বোপন করেছিল শাপলা চত্বরের শহীদরা। তাই শুধু জুলাই-আগস্ট নয়, শাপলা চত্বরের শহীদদেরও রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। একই সঙ্গে শহীদদের পরিবারের ভরণ-পোষণ ও আহতদের চিকিৎসা খরচ সরকারকে বহন করতে হবে।
বুধবার পুরানা পল্টনে আল্লামা শাহ আহমদ শফী মিলনায়তনে শাপলা চত্বর ও জুলাই-আগস্ট শহীদদের স্মরণে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মুফতি ফখরুল ইসলাম আরো বলেন, দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লি পালালেও তার দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে আছে। চিরুনি অভিযানের মাধ্যমে প্রশাসনের সব স্তর থেকে এদের বিতাড়িত করতে হবে। না হয় শাপলা চত্বর ও জুলাই-আগস্ট শহীদদের শাহাদত মূল্যহীন হয়ে পড়বে।
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবু দারদার সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন দলের নায়েবে আমির আলহাজ গাজী আবদুর রহিম, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমির মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ, খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ আশিক আল আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আশরাফুল ইসলাম, মুহাম্মাদ হাবীবুর রহমান ও হাফেজ আবদুল্লাহ প্রমুখ।
ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (আইআরআই) প্রতিনিধি দল। বুধবার সকাল ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩৪ মিনিট আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদের মধ্যে যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট সেগুলো আগে পাস করে পরে নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে।
১ ঘণ্টা আগেবৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, আগামী নির্বাচনের প্রক্রিয়া, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগেনিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১ ঘণ্টা আগে