এসএসসি ও দাখিলে এ-প্লাস প্রাপ্তদের ঢাকা উত্তর শিবিরের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৮: ৫০

২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তর। সোমবার রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবির সভাপতি রেজাউল করিম শাকিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফুল ইসলাম সাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সেশনের বি ইউনিটে প্রথম স্থান অধিকারী শাখাওয়াত জাকারিয়া।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, যারা এ-প্লাস পেয়েছেন এটাই আপনাদের চূড়ান্ত সফলতা নয়। সামনে আরো অনেক পথ বাকি আছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ক্যারিয়ারে ভালো কিছু করতে না পারলে, এই এ-প্লাসের মূল্যায়ন থাকবে না।

সভাপতির বক্তব্যে রেজাউল করিম শাকিল বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে মেধাবী শিক্ষার্থীরা নির্মমভাবে আবরার ফাহাদকে হত্যা করেছে। আমাদের প্রয়োজন মেধার সাথে নৈতিক, মানবিক গুণাবলি অর্জন করা। যেন আমাদের হাতে আবরারের মতো কেউ খুন না হয়।

এ সময় অতিথিরা শিক্ষার্থীদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এছাড়াও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী-গোষ্ঠী মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত