বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক ডাকসু ভিপি ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান অভিযোগ করে বলেছেন, ‘বিনা দোষে বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জেলে বন্দি রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।’
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। ‘তিনি বিমানবন্দরে পা রাখামাত্র কেরানীগঞ্জ থেকে ৫ লাখ নেতাকর্মী তাকে স্বাগত জানাবে।’
আমান জানান, প্রধান উপদেষ্টার ঘোষণার পর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির নেতৃত্বে সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা হবে। “আগামী সরকার হবে তারেক রহমানের সরকার, আগামী সরকার হবে খালেদা জিয়ার সরকার। বিএনপির উন্নয়নের অগ্রযাত্রা এই সরকারের মাধ্যমেই অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের আহ্বায়ক মো. হারুন অর রশিদ। আরও বক্তব্য রাখেন—ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান ইবনে অমি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী প্রমুখ।
অমান উল্লাহ আমান বলেন, ‘গত ১৭ বছরে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। চৌধুরী আলমকে হত্যা করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। অনেক নেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। অনেকে বছরের পর বছর নির্বাসনে ছিলেন, অনেকে জেলখানায় বন্দি ছিলেন। আমাকে ১১ বার জেলে নেওয়া হয়েছে।’
তিনি চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে ঢাকা-২ আসনে তার ছেলের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।


তারেক রহমান-খালেদা জিয়ার মতো পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে