রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে ডা. শফিকুর রহমান অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তাদের ধৈর্য ধরার পরামর্শ দেন এবং তাদের সান্ত্বনা দেন।
জামায়াতের পক্ষ থেকে তাদের যথাযথভাবে সাহায্য-সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাদের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন ডা. শফিকুর রহমান।
গত ২১ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় অনেক ছাত্র-ছাত্রী নিহত ও আহত হয়।

